ইরাকের রাজধানী বাগদাদের একটি ব্যস্ত মার্কেটে বোমা হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছে। সোমবার ঈদের কেনাকাটার সময় চালানো এ হামলায় আহত হয়েছে আরও ৬০ জন।
হামলার পরপরই বেশ কয়েকটি দোকানে আগুন ধরে যায়। নিরাপত্তা বাহিনী জানায়, হামলায় হতাহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা করা হচ্ছে।
গেলো ছয় মাসের মধ্যে বাগদাদে এটিই সবচেয়ে বড় ভয়াবহ বোমা হামলা। এখনও এ হামলার দায় স্বীকার করেনি কেউ। তবে সন্দেহের তীর আইএসের বিরুদ্ধে।
গেলো এপ্রিলে শহরের একটি মার্কেটে গাড়ি বোমা হামলার দায় স্বীকার করেছিল আইএস। এছাড়া জানুয়ারিতে আরও দুটি আত্মঘাতী হামলারও দায় স্বীকার করে তারা। এতে প্রাণহানি হয়েছিল ৩২ জন।
এনএনআর/
Leave a reply