বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা নিতে বিআরটিএকে নির্দেশ ওবায়দুল কাদেরের

|

বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা নিতে বিআরটিএকে নির্দেশ ওবায়দুল কাদেরের

ছবি: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রাজধানীর বাস টার্মিনালগুলোতে অতিরিক্ত ভাড়া আদায় ও শর্ত লঙ্ঘনকারী যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বিআরটিএ’র প্রতি নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার সকালে ভার্চুয়াল ব্রিফিংয়ে এ আহবান জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। মন্ত্রী পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দকে শর্ত মেনে যানবাহন চালানোর অনুরোধ জানান। এছাড়া যারা ঈদ যাত্রায় ভোগান্তির মুখে পড়েছেন তাদের প্রতি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন ওবায়দুল কাদের।

মন্ত্রী বলেন, বৃষ্টি ও ধীরগতির কোরবানির পশুবাহি গাড়ীর কারণে ঢাকা-গাজীপুর, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের ভোগান্তি হচ্ছে। মহাসড়কের দুর্ভোগ সকলকে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলার আহবান জানান।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply