সাম্প্রতিক ইসরায়েলি গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থার (এনএসও) স্পাইওয়্যার কেলেঙ্কারিতে অন্তত ১০০ জন পাকিস্তানি বিশেষ ব্যক্তির মোবাইলে আড়ি পাতার খবর পাওয়া গেছে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, ওই তালিকায় পাক প্রধানমন্ত্রী ইমরান খানও ছিলেন।
ডনের খবর বলছে, ওই ঘটনায় ইমরান খানের মোবাইল নাম্বারও হ্যাক করার চেষ্টা করা হয়েছিল। তবে তারা শেষ পর্যন্ত তা করতে পেরেছিল কিনা তা জানা যায়নি।
এছাড়া পেগাসাসের তালিকায় অন্তত ৩০০ জন ভারতীয় বিশেষ ব্যক্তিবর্গ ছিলেন বলেও জানা গেছে। ভারতীয় গণমাধ্যম এই ঘটনার সাথে ভারতের সংশ্লিষ্টতার অভিযোগ তুললেও ভারত তা অস্বীকার করেছে।
উল্লেখ্য, পেগাসাস কম্পিউটারের এক ধরনের ভাইরাস ফাংশন, যা মোবাইলে ঢুকে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য পাচার করতে পারে। এমনকি এই ভাইরাস গ্রাহকের অজান্তে মোবাইলের রেকর্ডারও চালু করতে পারে।
Leave a reply