রোমাঞ্চকর শেষ টি-টুয়েন্টিতে পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জয় করেছে ইংল্যান্ড। পাকিস্তানের দেয়া ১৫৫ রানের টার্গেট ২ বল হাতে রেখে পার হয়ে যায় ইংলিশরা।
ব্যাট করতে নেমে শুরুটা ভালো হলেও আদিল রশিদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় স্কোর করতে পারেনি পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ানের অপরাজিত ৭৬ আর ফখর জামানের ২৪ রান ছাড়া বড় স্কোর পাননি কেউই। ওপেন করতে নেমে রিজওয়ান ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলীয় সংগ্রহকে একটা ভদ্রস্থ চেহারা দেন। আদিল রশিদ নিয়েছেন ৪ উইকেট।
জবাবে জেসন রয়ের ব্যাটে সহজ জয়ের পথে থাকা ইংল্যান্ড ৬৪ রান করা রয়কে হারালে বিপদে পড়ে। জনি বেয়ারস্টো এবং মইন আলি দ্রুত আউট হলে চাপে পড়ে যায় নিশ্চিত জয়ের রাস্তায় থাকা ইংল্যান্ড। ডেভিড মালান, লিভিংস্টোন এবং অধিনায়ক মর্গান পরপর ১৯ ও ২০ তম ওভারে প্যাভিলিয়নে ফিরলে ম্যাচের ভাগ্য শেষ পর্যন্ত দুলতে থাকে পেন্ডুলামের মতো। দুই বল বাকি থাকতে টান টান উত্তেজনার ম্যাচে শেষ পর্যন্ত তিন উইকেটের জয় পায় ইংল্যান্ড। ম্যাচ সেরা হয়েছেন ৩৬ বলে ৬৪ রান করা ইংলিশ ওপেনার জেসন রয়।
Leave a reply