পবিত্র ঈদুল আজহা মুসলিমদের জন্য বছরের দ্বিতীয় বড় উৎসব। ধর্মপ্রাণ মুসলিমরা পশু কোরবানির মধ্য দিয়ে ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করে নেন একে অপরের সাথে।
ক্রীড়াঙ্গনও বাদ যায় না ঈদের আমেজ থেকে। জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে গিয়ে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তামিম ইকবাল।
জনপ্রিয় স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ও ইতালিয়ান জায়ান্ট য়ুভেন্টাস তাদের টুইট বার্তায় সকল সমর্থকদের জানিয়েছে ঈদের শুভেচ্ছা।
ম্যানচেস্টার সিটির শুভেচ্ছাও প্রায় কাছাকাছিই ছিল। ক্লাবের অফিসিয়াল টুইটারে বলা হয়, পুরো পৃথিবীতে ছড়িয়ে থাকা সব মুসলমানদেরকে ঈদুল আজহার শুভেচ্ছা।
তবে ভিন্নতার ছোঁয়া ছিল পিএসজির শুভেচ্ছায়। এক ভিডিওবার্তার মাধ্যমে তারা জানিয়েছে ঈদুল আজহার শুভেচ্ছা।
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার শোয়েব আক্তারও।
শুধু তাই নয়, ভিন্ন ধর্মাবলম্বী ভারতের সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীরও মুসলিমদের এই বিশেষ দিনে শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা জানিয়েছেন শ্রীলঙ্কান সাবেক ক্রিকেটার মাহেলা জয়াবর্ধনে।
করোনাকালীন এই সময়ে ঈদ বয়ে আনুক সবার জীবনে আনন্দ। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা।
Leave a reply