ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান। মঙ্গলবার (২০ জুলাই) অ্যান্টিজেন পরীক্ষায় তার ‘পজিটিভ’ রিপোর্ট এসেছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন। ওই কর্মকর্তা জানান, গত ১৪ দিন আগে থেকে জেলা প্রশাসকের স্ত্রী ও সন্তান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে ছিলেন। ১৪ দিন অতিবাহিত হওয়ায় তারা সপরিবারে অ্যান্টিজেন পরীক্ষা করেন। পরীক্ষায় তার স্ত্রী ও ছেলের ‘নেগেটিভ’ ফলাফল আসলেও তার নিজের করোনা ধরা পড়ে। তিনি বাসায় আইসোলেশনে আছেন বলেও জানান ওই কর্মকর্তা।
ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৮১ জন। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৯০৩ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ১৩৬ জন।
Leave a reply