নাইজেরিয়ায় অপহরণের শিকার শতাধিক নারী ও শিশুকে উদ্ধার করা হয়েছে। যাদেরকে জামফারা রাজ্য থেকে গত ৮ জুন অপহরণ করেছিলো সন্ত্রাসীরা।
রাজ্য সরকারের দাবি, কোনো ধরনের মুক্তিপণ ছাড়াই উদ্ধার করা হয়েছে এসব নারী ও শিশুকে। তবে এই ঘটনায় ৪ জন নিহত হয়েছে। উদ্ধারকৃতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানোর হচ্ছে।
অপহরণকৃতদের কিভাবে উদ্ধার করা হয়েছে এবং কোথায় রাখা হয়েছিল এ বিষয়ে কিছুই জানায়নি প্রশাসন। গত ডিসেম্বর থেকে এখনও পর্যন্ত দেশটিতে অপহরণের শিকার হয়েছে হাজারের বেশি মানুষ। যাদের বেশির ভাগকেই জীবিত উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।
মূলত স্কুল শিক্ষার্থীদের অপহরণ করে বিভিন্ন দাবি আদায় করে সশস্ত্র গোষ্ঠী বোকো হারাম।
Leave a reply