নীল নদ নিয়ে রসিকতায় গায়িকার ৬ মাসের কারাদণ্ড!

|

নীল নদ নিয়ে রসিকতা করায় মিশরের বিখ্যাত গায়িকা শিরিন আবদেল ওয়াহাব কে ৬ মাসের জেল দিয়েছে আদালত। গত বছরে আরব আমিরাতে এক কনসার্টে  গায়িকা শিরিন আবদেল বলেছিলেন নীল নদ রোগ বয়ে নিয়ে আসছে।

গত বছরের জানুয়ারিতে তার বিখ্যাত গান ‘হ্যাভ ইউ ড্রাংক ফরম নাইল’ সম্পর্কে ভক্তের  এক প্রশ্নে মজা করে বলেছিলেন, নীল নদের পানি পান করলে জীবাণু পান করা হবে।  তার থেকে বোতলের পানি পান করুন। আর এতেই মিথ্যা তথ্য ছড়ানোর দায়ে শিরিনের বিরুদ্ধে মামলা করা হয় গত বছরের নভেম্বরে। অতঃপর ৬ মাসের জেল।  তিনি অবশ্য এই মন্তব্যের জন্য পরে ক্ষমাও চেয়েছিলেন।

এদিকে শিরিন আবদেল এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন। তবে তাকে জামিনের জন্য পাঁচ হাজার মিসরীয় পাউন্ড দিতে হবে।

জনপ্রিয় এই শিল্পী একই সঙ্গে দ্য ভয়েস অব টিভি শো’র বিচারকও।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply