মালয়েশিয়ায় শর্ত ভঙ্গ করে ঈদের নামাজ আদায় করায় ৪৮ বাংলাদেশিকে ৪ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বুধবার সকালে অভিযুক্তদের আদালতে সোপর্দ করে পুলিশ।
বুকিত মেরতাজম ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী রেজিস্ট্রার হাসলিজা রাজাক তাদের রিমান্ডের আদেশ দেন। অভিযোগ- মঙ্গলবার পেনাং রাজ্যের জুরু তামান পেলাংগি মসজিদে নামাজকালে স্বাস্থ্যবিধি ভঙ্গ করেন তারা।
কর্তৃপক্ষ বলছে, মসজিদে একশ মানুষের নামাজ আদায়ের অনুমতি ছিল। তবে প্রশাসনের চোখ ফাকি দিয়ে মসজিদের বাইরে ঈদের নামাজ আদায় করেন অন্তত দু’শ জন। আর তাদের বেশিরভাগই বাংলাদেশি। বাকিদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। মূলত স্বাস্থ্যবিধি অমান্য করে নামাজ আদায়ের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরেই বিষয়টি প্রশাসনের দৃষ্টিগোচর হয়।
এদিকে অভিযোগ প্রমাণিত হলে তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানোর কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী হামজা জয়নুদ্দিনের।
এনএনআর/
Leave a reply