আগামীকাল শুক্রবার (২৩ জুলাই) ভোর থেকে আবারও শুরু হচ্ছে লকডাউন। এই কঠোর লকডাউন ২৩ জুলাই শুরু হয়ে চলবে ৫ আগস্ট পর্যন্ত।
এবার সব সরকারি, আধা-সরকারি অফিসের পাশাপাশি শিল্প-কারখানাও বন্ধ থাকবে। সড়ক, রেল ও নৌপথে গণপরিবহন এবং সব ধরনের যানবাহনের চলাচল বন্ধ থাকবে।
এর আগে ঈদুল আজহা উদযাপন, জনসাধারণের যাতায়াত, ঈদ পূর্ববর্তী ব্যবসা-বাণিজ্য পরিচালনা, দেশের আর্থ সামাজিক অবস্থা ও অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে ১৪ জুলাই মধ্যরাত থেকে ২২ জুলাই পর্যন্ত বিধিনিষেধ শিথিল করা হয়।
এনএনআর/
Leave a reply