দৌলতদিয়া-পাটুরিয়া ও শিমুলিয়া-বাংলাবাজার ফেরিঘাটে লকডাউনের বিধিনিষেধ মানা হচ্ছে না।
দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাটে এখনও পারাপার হচ্ছে যানবাহন। তারমধ্যে বেশিরভাগই ব্যক্তিগত গাড়ি। চাপ আছে কর্মস্থলমুখী মানুষেরও।
একই চিত্র শিমুলিয়া-বাংলাবাজার ফেরিঘাটেও। ভোর থেকে লঞ্চ-ফেরি-স্পিডবোটে করে নদী পাড়ি দিচ্ছে অনেকে।
ঘাট সংশ্লিষ্টরা বলছেন, ঘাটে আগে থেকে অপেক্ষমান যানবাহন-যাত্রী কেবল পারাপার হচ্ছে। সেটা শেষ হলে ফেরির সংখ্যা কমিয়ে দেয়া হবে। সেসময় জরুরি পরিষেবা ছাড়া কোন যানবাহন পারাপার হতে দেয়া হবে না।
Leave a reply