ভ্যাকসিনের প্রমাণ দেখাতে হয় এমন ভেন্যুতে গান করবেন না এরিক ক্ল্যাপটন

|

ব্রিটিশ শিল্পী এরিক ক্ল্যাপটন। ছবি: সংগৃহীত

শিল্পী, গীতিকার ও গিটার মায়েস্ত্রো এরিক ক্ল্যাপটন ঘোষণা দিয়েছেন, ভ্যাকসিনের প্রমাণাদি দেখিয়ে ঢুকতে হয় এমন কোনো ভেন্যুতে পারফর্ম করবেন না তিনি। গত বুধবার (২১ জুলাই) এই ঘোষণা দিলেন ব্রিটিশ এই রক ও ব্লুজ শিল্পী। ক্ল্যাপটনের মতো বড় মাপের কোনো শিল্পী এর আগে লাইভ মিউজিকের প্রত্যাবর্তনে বিধিনিষেধ আরোপের বিরুদ্ধে আওয়াজ তোলেনি।

নাইট ক্লাব ও কনসার্ট ভেন্যুতে প্রবেশের জন্য অবশ্যই ভ্যাকসিন থাকতে হবে, গেলো সপ্তাহে এমনটাই ঘোষণা দিয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তার এই ঘোষণার প্রতিবাদে আরও একবার উচ্চকিত হলেন ব্রিটিশ সরকারের কর্মকাণ্ডের বিরুদ্ধে সরব কণ্ঠস্বর এরিক ক্ল্যাপটন।

করোনা পরিস্থিতিতে সরকারের কর্মকাণ্ডের সমালোচক রবিন মনোত্তির টেলিগ্রাম একাউন্টে শেয়ার করা এই বিবৃতিতে ক্ল্যাপটন বলেন, আমি আশা করি যেখানে দর্শক শ্রোতাদের প্রবেশের ক্ষেত্রে কোনো বৈষম্য থাকবে সেখানে আমি পারফর্ম করবো না। সকলের প্রবেশাধিকার নিশ্চিত যেখানে করা যাবে না সেখানে শো বাতিল করার অধিকার আমার আছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply