ভারতে পর্যাপ্ততার ওপর নির্ভর করবে টিকা সরবরাহ: ভারতীয় হাইকমিশনার

|

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

ভারতে পর্যাপ্ত পরিমাণ টিকা থাকার পরই তারা বাংলাদেশকে টিকা সরবরাহ করতে পারবে বলে জানিয়েছেন ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। বাংলাদেশকে টিকা সরবরাহের বিষয়ে আলোচনা করতে গত ১৮ জুলাই ভারতের দিল্লি গিয়েছিলেন তিনি। শুক্রবার (২৩ জুলাই) সকালে বাংলাদেশে ফিরে টিকা প্রাপ্তির সময়ক্ষণ বিষয়ে নিশ্চিত করে তিনি কিছু বলতে পারেননি।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কোভিডের এই সময়ে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আমাদের পরিস্থিতি উন্নতির দিকে। আমাদের টিকার উৎপাদনও বেড়েছে। ভারতে পর্যাপ্ত পরিমাণ টিকা থাকার পরই আমরা বাংলাদেশকে সরবরাহ করতে পারবো। কারণ বাংলাদেশ আমাদের প্রতিবেশি বন্ধুপ্রতিম দেশ।

তবে কবে নাগাদ চুক্তির ভ্যাকসিন বাংলাদেশকে সরবরাহ করা হবে এমন প্রশ্ন এড়িয়ে যান তিনি।

অন্য এক প্রশ্নের জবাবে বিক্রম দোরাইস্বামী বলেন, বাংলাদেশ-ভারত দুই দেশের ব্যবসা বাণিজ্য বেড়েছে। যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে দুই দেশের ব্যবসা বাণিজ্য আরও বাড়বে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply