মায়া মাতসুশিমার নামটা দেশের মহিলা ফুটবল লিগে একটি মাইলফলকই বলা যায়। কারণ এই লিগে যদি প্রথম কোন প্রবাসী নারী ফুটবলার খেলে থাকেন, তিনি হলেন এই সুমায়া।
সুমায়ার বাবা বাংলাদেশি আর মা জাপানিজ। খেলার মাঠের বাইরে রাঁধতেও বেশ পারদর্শী সুমায়া। প্রথমবারই শিরোপার স্বাদ পাওয়া সুমাইয়ার লক্ষ্য জাতীয় দলে খেলা ও সাফল্য এনে দেয়া।
সুমায়ার অনুশীলন দেখলে চোখ ছানাবড় হয়ে যাবে যে কারো। নিজের ফিটনেসের প্রতি বেশ সচেতন সুমায়া নিয়মিত জিমে সময় দেন।
ফুটবলে আসাটা শুরুতে একটু কষ্টের ছিলো। কিন্তু বাবা-মা রাজি হলে নিজের স্বপ্নটাকে বেশ ভালো ভাবেই বাস্তবায়ন করেছেন কিংসের এই ফরোয়ার্ড। লক্ষ্য আরো সামনে এগিয়ে যাওয়া।
Leave a reply