করোনায় আক্রান্ত হয়েছেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা করিম বেনজেমা। শুক্রবার (২৩ জুলাই) সকালে খবরটি নিশ্চিত করে তার ক্লাব রিয়াল মাদ্রিদ। খবর গোল ডট কমের।
বেনজেমার দল ফ্রান্স এবারের ইউরো চ্যাম্পিয়নশিপে বিদায় নেয় শেষ ষোলো থেকেই। এরপর এতোদিন ছিলেন ছুটিতে। আজ শুক্রবার থেকে রিয়াল মাদ্রিদের অনুশীলনে যোগ দেয়ার কথা থাকলেও সকালে তার করোনায় আক্রান্তের খবর পাওয়া যায়।
গোল ডট কমের প্রতিবেদনে জানানো হয়, করোনা নেগেটিভ না আসা পর্যন্ত ৩৩ বছর বয়সী এই তারকাকে আইসোলেশনে থাকতে হবে। কোভিড পরীক্ষার ফল নেগেটিভ এলে সতীর্থদের সঙ্গে প্রাক-মৌসুমের অনুশীলনে যোগ দিতে পারবেন তিনি।
স্প্যানিশ ফুটবল লিগ লা লিগার কোভিড প্রটোকল অনুযায়ী কমপক্ষে ১০দিন থাকতে হবে আইসোলেশনে। যদিও এতে খুব বেশি সমস্যা হওয়ার কথা না রিয়াল শিবিরের। তাদের লা লিগা মৌসুম শুরু হবে ১৫ আগস্ট আলাভেজের বিপক্ষে ম্যাচ দিয়ে। এর আগে দুটি ক্লাব ফ্রেন্ডলি খেলার কথা রয়েছে লস ব্লাংকোসদের।
Leave a reply