প্রধান সড়ক ফাঁকা তবে অলি গলিতে নেই লকডাউনের চিহ্ন

|

লকডাউনে প্রধান সড়ক ছিলো ফাঁকা, তবে অলি গলিতে লকডাউন মানার প্রবণতা ছিল কম।

ঈদের পরে শুরু হওয়া কঠোর বিধিনিষেধের প্রথম দিনে রাজধানীর প্রধান সড়কগুলো ছিল ফাঁকা। কিন্তু, রাজধানীর অলি-গলিতে ইচ্ছেস্বাধীন ঘুরে বেরিয়েছেন রাজধানীবাসী। শত অজুহাতে বদ্ধঘরে থাকতে নারাজ এসব বাসিন্দা। লকডাউন কেমন চলছে সেটা দেখতে কেউ বেরিয়েছেন। আবার কেউ কেউ মহল্লার চায়ের দোকানে জমিয়েছেন আড্ডা।

রাজধানীর চকবাজারে চটপটি-ফুচকার দোকানে ছিল ভিড়। দেখে মনে হতে পারে পরিস্থিতি স্বাভাবিক। ছিল না লকডাউনের কড়াকড়ি বিধিনিষেধ। নিত্যদিনের মতই এখানে ছিল করোনাকে ভয় না পাওয়া ভোজনরসিকদের মিলনমেলা ।

বিকেলের আড্ডা বাদ যায়নি রহমতগঞ্জের বাসিন্দাদের। নানা বয়সী মানুষ সুযোগ বুঝে মেতেছেন আড্ডায়। গোপনে চালু ছিলো টি স্টলও। ঈদের ছুটির আমেজে অনেকে আবার ঘুরতে ও বেরিয়েছেন।

লকডাউনে বের হওয়া মানুষের কাছে বের হওয়ার পেছনে যুক্তির শেষ ছিলো না। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল কম হওয়ার সুযোগটি পুরোদমে কাজে লাগিয়েছে তারা।

পুলিশ বলছে, যে জনবল আছে তাতে সবসময় সব গলিতে টহল দেওয়া সম্ভব হচ্ছে না। মানুষকে সচেতন করতে এবং ঘরে রাখতে প্রচারণা চালিয়ে যাচ্ছেন তারা।

অলি-গলির আড্ডা এবং চোর পুলিশের এই খেলা বন্ধ না হলে লকডাউনের ফল পাওয়া কঠিন হবে বলে করেন সংশ্লিষ্টরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply