বিশ্বজুড়ে আরও প্রায় ৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। মহামারিতে মোট মৃত্যু প্রায় ৪১ লাখ ৫৮ হাজার।
ইন্দোনেশিয়ায় দিনদিন খারাপ হচ্ছে করোনা পরিস্থিতি। দৈনিক সংক্রমণের শীর্ষে থাকা দেশটিতে শুক্রবার (২৩ জুলাই) ১ হাজার ৫৬৬ জনের মৃত্যু হয়েছে। সংক্রমণ শনাক্ত হয়েছে ৪৯ হাজারের বেশি।
রাশিয়ায় মৃত্যু হয়েছে ৭৯৫ জনের। ভারতে প্রাণহানি হয়েছে ৫৩৬ জনের। কোভিডে সাড়ে চারশ’ মানুষ মারা গেছে দক্ষিণ আফ্রিকায়। ৪ শতাধিক মৃত্যু হয়েছে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৫ লাখের বেশি মানুষের দেহে মিলেছে ভাইরাসের অস্তিত্ব। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ১৯ কোটি ৩৮ লাখ ৭৯ হাজার মানুষ।
Leave a reply