আজ শনিবার (২৪ জুলাই) বেলা ১২টায় কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা জানানোর জন্য ফকির আলমগীরের মরদেহ নেয়া হবে। এর আগে সকাল ১০টা ৩০ মিনিটে খিলগাঁও পল্লিমা সংসদে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।
কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা জানানো শেষে দুপুর ১টায় আবার নেয়া হবে খিলগাঁও মাটির মসজিদে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে তালতলা কবরস্থানে দাফন করা হবে বরেণ্য এই শিল্পীকে।
বরেণ্য এই গণসংগীত শিল্পীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ১৮ জুলাই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। টানা চারদিন হাসপাতালের লাইফ সাপোর্টে ছিলেন তিনি। শুক্রবার (২৩ জুলাই) কার্ডিয়াক স্ট্রোক হয় করোনা আক্রান্ত ফকির আলমগীরের। পরিবারের আকুলতা ও চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে শুক্রবার রাত ১১টার দিকে তিনি চলে যান না ফেরার দেশে।
Leave a reply