প্রবল বৃষ্টি ও ভূমিধসে ভারতের মহারাষ্ট্রে ১১২ জনের প্রাণহানি

|

কয়েক দশকের মধ্যে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে ভারতের মহারাষ্ট্র রাজ্যের পশ্চিম উপকূলীয় এলাকায়। ছবি: সংগৃহীত

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ভারতের মহারাষ্ট্র। প্রবল বৃষ্টি ও ভূমিধসে রাজ্যটিতে প্রাণ গেছে ১১২ জনের, নিখোঁজ রয়েছে অনেক মানুষ।

কয়েক দশকের মধ্যে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে মহারাষ্ট্রের পশ্চিম উপকূলীয় এলাকায়। গত ২৪ ঘণ্টায় প্রায় ৬শ’ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে অঞ্চলটিতে। পানিবন্দী লাখ লাখ মানুষ। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেয়া হয়েছে হাজারো বাসিন্দাকে। উদ্ধারকাজে যোগ দিয়েছে সেনাবাহিনী। টানা বৃষ্টিতে ভূমিধস হয়েছে বেশ কিছু এলাকায়। মুম্বাইয়ের একটি গ্রামে ভূমিধসে মৃত্যু হয়েছে ৩৮ জনের। রাইগড় জেলায় বিধ্বস্ত হয়েছে ৩২টি বাড়ি।

সেতু ও রাস্তাঘাট বিধ্বস্ত হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন অসংখ্য গ্রাম। কর্ণাটক ও তেলেঙ্গানা রাজ্যেও বিপদসীমা পেরিয়েছে নদীর পানির উচ্চতা। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবেই নজিরবিহীন বৃষ্টি হচ্ছে ভারতে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply