টোকিও অলিম্পিকের প্রথম স্বর্ণ জিতেছেন চীনের শ্যুটার ইয়াং কিয়ান। গড়েছেন অলিম্পিকের নতুন রেকর্ড।
নারীদের ১০ মিটার এয়ার রাইফেলে ২৫১ দশমিক ৮ স্কোর করে এই কীর্তি গড়েন ইয়াংন, যা অলিম্পিকের ফাইনালে এখন পর্যন্ত সর্বোচ্চ স্কোরের রেকর্ড। ২৫১ দশমিক ১ স্কোর করে দ্বিতীয় স্থানে থাকা রাশিয়ান শ্যুটার আনাস্তাসিয়া গালাশিনাকে জিতেছেন রৌপ্য।
মূলত শেষ শটে ৯ দশমিক ৮ স্কোর করেই বাজিমাত করেন ইয়াং কিয়ান। বাছাইপর্বে ৬৩২ দশমিক ৯ স্কোর করে রেকর্ড গড়া নরওয়ের জেনেট হেগ হয়েছেন চতুর্থ।
Leave a reply