কঠোর লকডাউনের তৃতীয় দিনে রাস্তায় মানুষের চলাচল ও গাড়ির চাপ তুলনামূলকভাবে বেড়েছে।
ঈদের পর প্রথম কার্যদিবসে অনেকেই বের হয়েছেন পথে। বিশেষ করে ব্যাংক খোলা থাকায় ব্যস্ততা বেড়েছে। অনেক ব্যাংকেরই নিজস্ব পরিবরহন না থাকায় ভোগান্তিতে পড়েছেন কর্মকর্তা ও কর্মচারীরা। রিকশায় কিংবা পায়ে হেঁটে অফিসে যেতে হচ্ছে। তারা বলছেন, লকডাউনে ব্যাংক খোলা থাকলে নিজস্ব পরিবরহন নিশ্চিত করা জরুরি।
আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সরব উপস্থিতি রয়েছে সড়কে। প্রতিটি মোড়েই আছে পুলিশের চেকপোস্ট। জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে রাস্তায় বের হওয়া প্রত্যেককেই। ব্যক্তিগত গাড়ি নিয়ে বের হলেও যথাযথ কারণ দেখাতে না পারলে মামলা দিচ্ছে পুলিশ।
Leave a reply