রাজধানীর হাসপাতালগুলোতে বেড়েছে করোনা রোগীর চাপ, বেশিরভাগই ঢাকার বাইরের

|

ঈদের ছুটি শেষে রাজধানীর হাসপাতালগুলোতে করোনায় আক্রান্ত রোগীর চাপ আগের চেয়ে বেড়েছে। ফাইল ছবি

ঈদের ছুটি শেষে রাজধানীর হাসপাতালগুলোতে আগের চেয়েও বেড়েছে করোনায় আক্রান্ত রোগীর চাপ। আক্রান্তদের বেশিরভাগই আসছে ঢাকার বাইরে থেকে শ্বাসকষ্ট নিয়ে।

সকাল থেকে বুথগুলোর সামনে করোনা পরীক্ষা করাতে আসা মানুষেরও দীর্ঘ লাইন দেখা গেছে। ঢাকার বাইরে থেকে আসা রোগীরা বিভিন্ন হাসপাতাল ঘুরে হয়রান হচ্ছে। বেশিরভাগ জায়গায় বেড ফাঁকা না থাকায় ফিরে যেতে হচ্ছে অনেক রোগীকে। তবে কিছু ক্ষেত্রে অবস্থা বিবেচনায় ভর্তি নিচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

এই পরিস্থিতিতে অবহেলা না করে সকলকে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। এছাড়াও বিভিন্ন হাসপাতালে টিকা নিতে আসা মানুষের ভিড়ও লক্ষণীয়। এ সময় এসএমএস পেতে দেরি হওয়াসহ বিভিন্ন অভিযোগ করেছেন অনেক টিকাগ্রহীতা।

রাজধানীর সরকারি ১৬টি হাসপাতালে শনিবার (২৪ জুলাই) দুপুর পর্যন্ত আইসিইউ খালি ছিলো ৩৮টি। এর মধ্যে মহাখালী ডিএনসিসিতে ১৪টি ও শ্যামলী টিবি হাসপাতালে ১২টি আইসিইউ খালি ছিলো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply