মসজিদের মাইকে ডাকাত ঘোষণা দিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছে চট্টগ্রামে আনোয়ারা উপজেলার দুই গ্রামের বাসিন্দারা। সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে।
শনিবার (২৪ জুলাই) সকালে আনোয়ারা উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের রায়পুর ও চুন্নাপাড়া গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত শুক্রবার (২৩ জুলাই) রায়পুর গ্রামে জমি নিয়ে বিরোধে দুই পরিবারের মধ্যে ঝগড়া হয়। এতে পাশের চুন্নাপাড়া গ্রাম থেকে বেড়াতে আসা শাহেদ নামে একজন তর্কে জড়িয়ে পড়েন। পরদিন বিবাদমান দুই পরিবারের সালিশী বৈঠকে শাহেদ চুন্নাপাড়া গ্রাম থেকে বেশ কয়েকজন লোক নিয়ে আসেন। তা দেখে রায়পুর গ্রামের মসজিদের মাইকে এলাকায় ডাকাত এসেছে বলে ঘোষণা দেয় একপক্ষ।
এক পর্যায়ে রায়পুর ও চুন্নাপাড়া গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ চলে প্রায় দুই ঘণ্টা ধরে। সংঘর্ষে আহত ১৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিদারুল ইসলাম সিকদার জানান, সংঘর্ষের ঘটনায় প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। অভিযুক্তদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা গ্রহণের কথা জানান তিনি। তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করেনি পুলিশ।
Leave a reply