বগুড়া ব্যুরো
১২ ঘণ্টা বন্ধ থাকার পর অবশেষে উত্তরের ১১ জেলা থেকে চলাচল শুরু হয়েছে ঢাকামুখী দূরপাল্লার বাস। বগুড়া জেলা প্রশাসনের সঙ্গে প্রায় তিন ঘণ্টা বৈঠক শেষে বাস চলাচলের সিদ্ধান্ত নেয় মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। শীতাতপ নিয়ন্ত্রিত বাস চলাচল নিয়ে বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের বিরোধের জের ধরে বুধবার সকাল ৬টা থেকে ঢাকার সঙ্গে দূর পাল্লার বাস যোগাযোগ বন্ধ ছিলো। বিষয়টির সুরাহা করতে রাজশাহী বিভাগীয় পরিবহণ মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতাদের সাথে বুধবার দুপুরে বৈঠকে বসে জেলা প্রশাসন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রায় ৩ ঘণ্টা ধরে চলে এই বৈঠক।
বৈঠক থেকে জেলা প্রশাসক নূরে আলম সিদ্দিকী ও পুলিশ সুপার আসাদুজ্জামান কয়েক দফা মোবাইলফোনে কথা বলেন ঢাকার নেতাদের সাথে। এরপর সন্ধ্যা ৬টার দিকে সিদ্ধান্ত হয়, উত্তরের এই জেলাগুলোর সাথে স্বাভাবিক থাকবে বাস চলাচল। এই সিদ্ধান্তের পরই বগুড়ার ঢাকাগামী বাসের টিকিট কাউন্টারগুলো খুলতে শুরু করে। যাত্রার জন্য টার্মিনাল থেকে বের করা হয় ঢাকাগামী বাসগুলোও।
Leave a reply