যুক্তরাষ্ট্রে হয়ে গেল হট এয়ার বেলুন ফেস্টিভাল

|

নিউ জার্সিতে হয়ে গেল হট এয়ার বেলুন ফেস্টিভাল।

করোনার কারণে এক বছর বিরতি দিয়ে আবারও জড়ো হলেন যুক্তরাষ্ট্রের বেলুনপ্রেমীরা। গতকাল শনিবার নানা আকৃতির, রঙ-বেরঙের শতাধিক বেলুন নিয়ে আকাশে ওড়েন তারা।

রেডিংটনের সোলবার্গ বিমানবন্দরে দিনভর চলে এ আয়োজন। ওড়ানো হয় ঢাউশ আকৃতির নানান বেলুন। স্বাভাবিক হট এয়ার বেলুনের পাশাপাশি দেখা যায় বিশেষ আকৃতির অনেক বেলুনও।

নানা রঙের এসব বেলুনে চড়ে আকাশে ভেসে বেড়ানোর সাধ মেটান পর্যটকরা। উত্তর আমেরিকায় গ্রীষ্মকালীন সবচেয়ে বড় বেলুন উৎসব বসে নিউজার্সিতে। এবার অনুষ্ঠিত হচ্ছে, ৩৮তম বার্ষিক আয়োজন। যুক্তরাষ্ট্রের পাশাপাশি ফ্রান্স, যুক্তরাজ্য, সুইজারল্যান্ডসহ ইউরোপের কয়েকটি দেশে প্রতিবছর আয়োজিত হয় হট এয়ার বেলুন উৎসব।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply