Site icon Jamuna Television

ওভারে টানা পাঁচটি চার হজম করলেন তাসকিন

মাধেভেরের সাথে দ্বৈরথে সুবিধা করতে পারেননি তাসকিন।

টি-২০ যে মূলত ব্যাটারদের খেলা তা হয়তো টের পাচ্ছেন তাসকিন আহমেদ। হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ৩য় টি-২০ ম্যাচে তার ওভারে টানা পাঁচটি বাউন্ডারি হাঁকিয়েছেন জিম্বাবুয়ে ওপেনার ওয়েসলি মাধেভেরে।

পঞ্চম ওভারের বল করতে এলেন পেসার তাসকিন আহমেদ, ব্যাটিংয়ে জিম্বাবুয়ে মাধেভেরে। প্রথম দুটি বল ছিল শর্ট লেংথে। পুল করে দুটিতে চার হাঁকান মাধেভেরে। ফুল লেন্থে তৃতীয় বলটি করলেন তাসকিন। স্ট্রেট ড্রাইভে সোজা ব্যাটে সেটিকেও সীমানা করেন মাধেভেরে।

নিয়ন্ত্রণ এলোমেলো হয়ে যাওয়ায় চতুর্থ বল আবারও শর্ট লেংথে করলেন তাসকিন। এবার ডিপ ফাইন লেগে দুই ফিল্ডারের গ্যাপে ফেলে টানা চার নম্বর বাউন্ডারি পেয়ে যান মাধেভেরে।

পঞ্চম বলটি তাসকিন করলেন ফুল লেংথে। তৃতীয় বলের পুনরাবৃত্তি ঘটিয়ে স্ট্রেইট ড্রাইভে মাধেভেরে পঞ্চম বাউন্ডারি পেয়ে গেলে ওভারের সব বলেই চার হজম করার আশঙ্কায় হয়তো পেয়ে বসে তাসকিনকে। তবে শেষ বলে ব্যাট চালিয়েও সংযোগ ঘটাতে ব্যর্থ হন মাধেভেরে। আর অবশেষে চরম কাঙ্ক্ষিত ডট বলের দেখা পান তাসকিন।

Exit mobile version