সাগরের উত্তাল ঢেউয়ে ক্ষতিগ্রস্থ কক্সবাজারের ডায়াবেটিক পয়েন্টে চলছে জিও ব্যাগ স্থাপনের কাজ

|

জোয়ারে ক্ষতিগ্রস্থ ডায়াবেটিক পয়েন্টে শুরু হয়েছে জিও ব্যাগ স্থাপনের কাজ।

কক্সবাজার প্রতিনিধি:

পূর্ণিমার জোয়ার এবং বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ক্ষতিগ্রস্থ কক্সবাজার সৈকতের ডায়াবেটিক পয়েন্টে জিও ব্যাগ স্থাপনের কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড।

আজ রবিবার (২৫ জুলাই) দুপুরে জোয়ার নেমে গেলে পানি উন্নয়ন বোর্ডের নিয়োজিত শ্রমিকরা জিও ব্যাগ স্থাপনের কাজ শুরু করে। গতকাল ও আজ পূর্ণিমার জোয়ার ও লঘুচাপের প্রভাবে সাগরে ৩ থেকে ৪ ফুট পানি বৃদ্ধি পায়। উত্তাল সাগরের ঢেউয়ের আঘাতে ডায়াবেটিক পয়েন্টে ভেঙ্গে যায় সৈকতের দুইশ মিটার অংশ। এছাড়া ঝুঁকির মুখে পড়ে বিমান বাহিনী শেখ হাসিনা ঘাঁটির স্থাপনা। বিমান বাহিনী ঘাঁটির সীমানা লাগোয়া পিলার ধ্বসে পড়ে সাগরে। ঢেউয়ের আঘাতে উপড়ে যায় অর্ধশতাধিক ঝাউগাছ।

এছাড়া সৈকতের কবিতা চত্বর এলাকায়ও ভাঙ্গন দেখা দেয়। এতে উপড়ে যায় ঝাউগাছ ও বৈদ্যুতিক খুঁটি। অতিজোয়ারে মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ খুঁড়ের মুখ পয়েন্টেও ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। এদিকে পূর্ণিমার অতিজোয়ারে প্লাবিত হয়েছে কুতুবদিয়া, মহেষখালী পেকুয়াসহ জেলার নিম্নাঞ্চল ও বাঁধ ভাঙ্গা এলাকা।

জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের জন্য ১০ মেট্রিক টন চাল ও ১০ লক্ষ টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply