বিশ্ব রাজনীতিতে রণ দামামা শোনা যাচ্ছে অনেকদিন ধরেই। তবে নতুন খবর হল যুদ্ধ এখন আর পৃথিবীতেই সীমাবদ্ধ থাকছে না। বিশেষজ্ঞরা বলছেন, মহাশূন্যেও যুদ্ধ বেধে যেতে পারে। খুব বেশিদিন নয় এক বছরের মধ্যেই তা হওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যতম বিশ্ব পরাশক্তি রাশিয়া শক্তিশালী ‘লেজার অস্ত্র’ তৈরি করেছে। অত্যাধুনিক এই অস্ত্রের মাধ্যমে পৃথিবীর বাইরে অাবর্তন করতে থাকা স্যাটেলাইট ধ্বংস করে দেয়া যাবে। বিশেষ ধরনের বিমান থেকে এইসব লেজার রশ্মি নিক্ষেপ করে গুড়িয়ে দেয়া যাবে স্থল বা অন্তরীক্ষের যেকোন টার্গেট।
এই প্রক্রিয়ায় ভূমি থেকে যেমন টার্গেট ঠিক করা যাবে তেমনি রাডারের সাহায্যে বিমান থেকেও শত্রুর স্থাপনা চিহ্নিত করা সম্ভব।
লেজার প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রও খুব একটা পিছিয়ে নেই। ড্রোন বা চালকবিহীন বিমান ধ্বংস করার উপযোগী লেজার অস্ত্র ওয়াশিংটনের ভাণ্ডারেও রয়েছে।
এসব কিছুর প্রেক্ষাপটেই যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর প্রধান মঙ্গলবার বলেছেন বছরখানেকের মধ্যেই পরাশক্তিগুলোর মধ্যে মহাকাশ দখলের লড়াই শুরু হয়ে যেতে পারে।
Leave a reply