লকডাউনে জনসমাগম ঠেকাতে গিয়ে ধাওয়া খেলো পুলিশ!

|

পুলিশকে ধাওয়া দেয়ার একটি মুহূর্ত।

কুড়িগ্রাম প্রতিনিধি:

কঠোর লকডাউনে হাট বাজারের বেঁধে দেয়া সময় শেষ হবার পর জনসমাগম বন্ধ করতে এবং মাস্কবিহীনদের মাস্ক পরতে বলায় কর্তব্যরত পুলিশকে লাঞ্ছিত এবং ধাওয়া করেছে স্থানীয় জনতা।

রোববার (২৫ জুলাই) কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কচাকাটা বাজারে সন্ধ্যায় এই ঘটনাটি ঘটে।

এসময় কচাকাটা থানার এ এস আই বুলবুল ইসলাম ও কনস্টেবল আজমাইনকে ধাওয়া দেয় উত্তেজিত জনতা। ধাওয়া খেয়ে জনরোষ থেকে বাঁচতে কচাকাটা বালিকা উচ্চ বিদ্যালয় সড়কে নিজ ভাড়া বাসায় প্রবেশ করেন এএসআই বুলবুল ইসলাম। এরপর স্থানীয় জনগণ লাঠিসোটা নিয়ে ওই বাসার সামনে অবস্থান নেয় এবং গেট ভেঙে ফেলার চেষ্টা করে।

পরে কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়ে পরিস্থিতি শান্ত করেন এবং এএসআই বুলবুলকে থানায় নিয়ে আসেন।

এ বিষয়ে এএসআই বুলবুল বলেন, লকডাউনে হাট বাজারের বেঁধে দেয়া সময় পার হওয়ার পরও মানুষজনকে বিভিন্ন স্থানে দলবদ্ধ হয়ে রাস্তায় অবস্থান করতে দেখি। তাই তাদের জটলা ভাঙতে বলায় এবং মাস্কবিহীন কিছু মানুষকে মাস্ক পরতে বলায় কয়েকজন মানুষ আমার উপর চড়াও হয়।

তবে নাম প্রকাশ না করার শর্তে বাজারের কয়েকজন জানান, ওই এএসআই অযথা জনতার উপর লাঠিচার্জ করেছেন। এজন্য তাকে ধাওয়া করা হয়েছে।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক বিষয়টি নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply