চীনের হেনান প্রদেশে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ জনে

|

চীনের হেনান প্রদেশে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ জনে

ছবি: সংগৃহীত

চীনের হেনান প্রদেশে নজিরবিহীন বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ জনে। এখনও নিখোঁজ ৫ জন।

কর্তৃপক্ষ জানায়, পাতাল রেলে বন্যার পানি ঢুকে যাওয়ার ঘটনায় মৃত্যু হয় ১২ জনের।

আবহাওয়া বিভাগ জানায়, প্রদেশটিতে ১ হাজার বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে গত কয়েকদিনে। বৃষ্টির দাপট কমলেও এখনও জলাবদ্ধতা কমেনি অনেক অঞ্চলে। ত্রাণ বিতরণ ও সংস্কার কাজ চলছে। ১০টি বিপজ্জনক এলাকায় কাজ করছে সেনাবাহিনীর ৮ হাজারের বেশি সদস্য। দুর্গতদের সহায়তায় বিভিন্ন গ্রামে অভিযানে আছে ফায়ার সার্ভিস কর্মীরা। এ পর্যন্ত নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে ৩ লাখ ৭৬ হাজার মানুষকে।

চীনে এবারের বন্যায় সরাসরি ক্ষতিগ্রস্ত প্রায় ৩০ লাখ মানুষ। অন্তত ১ হাজার কোটি ডলারের আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply