‘করোনা মোকাবেলায় ভুল পথে যাচ্ছে যুক্তরাষ্ট্র’

|

যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি। ছবি: সংগৃহীত

করোনা মোকাবেলায় ভুল পথে যাচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ এবং হোয়াইট হাউজের চিকিৎসা বিষয়ক প্রধান উপদেষ্টা ড. অ্যান্থনি ফাউচি এ কথা বলে সতর্ক করেন।

ফাউচি বলেন, যে সকল এলাকায় টিকা গ্রহণের হার কম সে সকল এলাকাগুলোতে সংক্রমণ বাড়ছে। ডেলটা ভ্যারিয়েন্টের বিস্তার আশঙ্কাজনক বলে বিশেষভাবে উল্লেখ করেন তিনি। মাস্ক পরার বিষয়ে এখনই বিধিনিষেধ শিথিল নিয়ে আপত্তিও জানান।

তিনি আরও বলেন, সব মানুষ টিকার আওতায় না আসা পর্যন্ত সতর্ক থাকা উচিত। বুস্টার ডোজ নিয়ে গবেষণা প্রয়োজন বলেও জানান।

করোনা টিকা প্রয়োগের দিক থেকে যুক্তরাষ্ট্র অন্যতম শীর্ষ দেশ হলেও দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোয় টিকা প্রয়োগের হার বেশ কম। অঞ্চলটিতে অর্ধেকেরও কম জনগোষ্ঠী এক ডোজ টিকা নিয়েছে। যুক্তরাষ্ট্রে গত দুইমাসের তুলনায় জুলাইয়ে আশঙ্কাজনক হারে বেড়েছে সংক্রমণ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply