এক মাস স্থগিত থাকার পর ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন বিদেশিরা

|

ওমরাহ শুরুর লক্ষ্যে মক্কা ও মদিনায় সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে সৌদি প্রশাসন। ছবি: সংগৃহীত

পবিত্র হজ উপলক্ষে এক মাস স্থগিত থাকার পর আবারও ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন বিদেশিরা। ১০ আগস্ট থেকে আবেদন গ্রহণ করবে সৌদি আরব। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায় এ তথ্য।

সৌদি নাগরিক ও দেশটিতে বসবাসরত বিদেশিদের জন্য রোববার (২৫ জুলাই) চালু হয় আবেদনের কার্যক্রম। ওমরাহ শুরুর লক্ষ্যে মক্কা ও মদিনায় সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে সৌদি প্রশাসন। করোনা মহামারির কারণে আগের মতোই চালু থাকবে বিধিনিষেধ। নির্দিষ্ট কিছু স্থানেই ধর্মীয় বিধিবিধান পালনের সুযোগ পাবেন মুসল্লিরা। থাকছে করোনা টিকাগ্রহণের বাধ্যবাধকতা।

ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়াসহ ৯টি দেশের মুসল্লিদের সৌদি প্রবেশের আগে অন্য কোনো দেশে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। ১৭ জুলাই হজ্ব আয়োজনের প্রস্তুতি হিসেবে চলতি মাসের শুরু থেকে বন্ধ রাখা হয় ওমরাহ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply