সিলেট-৩ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ স্থগিত

|

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি বিবেচনায় নিয়ে চলমান লকডাউনের মধ্যে আগামী ২৮ জুলাই নির্ধারিত সিলেট-৩ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ ৫ আগস্ট পর্যন্ত স্থগিত করেছেন হাইকোর্ট।

সোমবার (২৬ জুলাই) বিচারপতি ইনায়েতুর রহিমের ভার্চুয়াল বেঞ্চ এই স্থগিতাদেশ দেন। এর আগে সুপ্রিম কোর্টের ৬ আইনজীবী ও ওই আসনের ৭ ভোটার ভোটগ্রহণ স্থগিত চেয়ে হাইকোর্টে একটি রিট করেন।

রিটে বলা হয়, এই নির্বাচনে ভোটগ্রহণের জন্য সাংবিধানিক বাধ্যবাধকতার যে ৯০ দিন সময়সীমা সেটি শেষ হবে ৭ আগস্ট। সুতরাং করোনা সংক্রমণের এই ভয়াবহ পরিস্থিতিতে ২৮ জুলাই সিলেট-৩ আসনের উপনির্বাচন স্থগিত চান তারা।

আদালত উভয়পক্ষের বক্তব্য শুনে করোনা সংক্রমণের ভয়াবহতা বিবেচনায় নিয়ে সিলেটে ভোটগ্রহণ স্থগিত করেন আগামী ৫ আগস্ট পর্যন্ত। ওই আসনের নির্বাচনী কর্মকর্তাও করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply