কানাডা ও ব্রিটেনকে প্রথম স্বর্ণ এনে দিলো সাঁতার

|

১০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে স্বর্ণ জিতেছেন কানাডার মার্গারেট ম্যাকনেইল। ছবি: সংগৃহীত

অলিম্পিকের তৃতীয় দিনে চলছে বেশ কিছু ইভেন্টের স্বর্ণের লড়াই। আর এরই মধ্যে নিষ্পত্তি হয়েছে সাঁতার, স্কেটবোর্ডিংসহ কিছু ডিসিপ্লিনের লড়াই।

মাত্র ১৩ বছর বয়সে স্বর্ণ জিতে চমক দেখিয়েছেন জাপানের মোমিজি নিশিয়া। অলিম্পিকে প্রথমবারের মতো যুক্ত হওয়া স্কেটবোর্ডিং ইভেন্টে এই কীর্তি গড়েন তিনি। নারী স্ট্রিট ফাইনালে ১৫.২৬ পয়েন্ট তুলে স্বর্ণ জিতে নেন তিনি। ১৪.৬৪ পয়েন্ট নিয়ে রৌপ্য পেয়েছেন ব্রাজিলের ১৩ বছর বয়সী অ্যাথলেট রাইসা লিলেও।

১৩ বছরে অলিম্পিকের স্বর্ণপদক জিতলেন জাপানের মোমিজি নিশিয়া।
ছবি: সংগৃহীত

আসরে ব্রিটেনকে প্রথম স্বর্ণ এনে দিয়েছেন সাঁতারু অ্যাডাম পিটি। ধরে রাখলেন অলিম্পিকে ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে শ্রেষ্ঠত্বের মুকুট। ফাইনালে ৫৭ দশমিক ৩৭ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জেতেন তিনি। ৫৮ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য জিতেছেন ডাচ সাঁতারু আর্নো কামিনগো। ২০১৬ রিও অলিম্পিকের এই ইভেন্টেও স্বর্ণ জিতেছিলেন বৃটিশ সাঁতারু অ্যাডাম পিটি। এবার স্বর্ণ জিতে গড়েছেন নতুন রেকর্ড। প্রথম বৃটিশ হিসেবে অলিম্পিকের কোন ইভেন্টে শ্রেষ্ঠত্ব ধরে রাখার কীর্তি গড়লেন তিনি।

ব্রিটেনের হয়ে টোকিও অলিম্পিকের ১ম স্বর্ণ জিতেছেন অ্যাডাম পিটি। ছবি: সংগৃহীত

টোকিও অলিম্পিকে সাঁতার থেকেই প্রথম স্বর্ণের দেখা পেলো কানাডা। নারী ১০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে স্বর্ণ জিতেছেন দেশটির মার্গারেট ম্যাকনেইল। সময় নিয়েছেন ৫৫ দশমিক ৫৯ সেকেন্ড। জমাট লড়াইয়ে ৫৫ দশমিক ৬৪ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য জিতেছেন চীনের ঝ্যাং উফেই। অলিম্পিকে এটিই প্রথম পদক ২১ বছর বয়সী ম্যাকনেইলের।

এদিকে নারী ৪০০ মিটার ফ্রি-স্টাইলে যুক্তরাষ্ট্রকে হতাশ করেছেন কেটি লেডেকি। অস্ট্রেলিয়ার আরিয়ার্ন টিটমাসের কাছে হারিয়েছেন এই ইভেন্টে নিজের শ্রেষ্ঠত্ব। ফাইনালে ৩ মিনিট ৫৭ দশমিক ৩৬ সেকেন্ড সময় নিয়ে তিনি জিতেছেন রৌপ্য পদক। ২০১৬ রিও অলিম্পিকে ৪০০ মিটার ফ্রি-স্টাইলে রেকর্ড গড়ে স্বর্ণ জিতেছিলেন কেটি লেডেকি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply