টোকিও অলিম্পিকের দ্বিতীয় রাউন্ডে জয় পেয়েছেন নোভাক জোকোভিচ। সোমবার (২৬ জুলাই) জার্মানির জ্যান লেনার্ড স্ট্রাফকে সরাসরি ৬-৪, ৬-৩ গেমে হারান এই সার্বিয়ান।
এরিয়াক টেনিস পার্কে ওয়ার্ল্ড নাম্বার ওয়ান ম্যাচটি জিততে সময় নিয়েছেন ১ ঘণ্টা ১৪ মিনিট। শুরুতে জোকোর বিরুদ্ধে বেশ ভালোই প্রতিদ্বন্দ্বিতা গড়েছিলেন স্ট্রাফ, প্রথম সেটে একটা পর্যায়ে ছিল ৪-৪ সমতা। এরপর দুর্দান্ত প্রত্যাবর্তনে পরের দুই গেইম জিতে প্রথম সেট জিতে নেন জোকোভিচ। দ্বিতীয় সেটে খুব বেশী প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেননি স্ট্রাফ। ৯ গেমের সেটে ৬-৩ এ জয় পান জোকোভিচ।
এখন পর্যন্ত স্ট্রাফের সাথে ৬ দেখাতে ৬ বারই জয় পেয়েছেন জোকোভিচ। এই জয়ে স্বর্ণ জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেল জোকোভিচের দেশ সার্বিয়া।
পরবর্তী রাউন্ডে জোকোভিচের প্রতিপক্ষ স্পেনের আলেজান্দ্রো ড্যাভিডোভিচ।
Leave a reply