দানবীয় ধূলিঝড়ের সাক্ষী হলো চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর দুনহুয়াং। রোববারের (২৫ জুলাই) ঝড়ে প্রায় ১শ মিটার উঁচু পর্যন্ত ওঠে ধুলার মোটা আস্তরণ।
এই ধূলিঝড় ধেয়ে যায় উত্তর থেকে দক্ষিণের দিকে। কয়েক মিনিটের মধ্যে অন্ধকার হয়ে যায় পুরো এলাকা। অন্তত ৫ মিটার এলাকার মধ্যে কিছুই দেখা যায় না। রাস্তায় থমকে যায় যানবাহন। বড় বড় রাস্তাগুলোয় গাড়ি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। তৈরি হয় দীর্ঘ যানজট। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোয় অতিরিক্ত সদস্য মোতায়েন করে ট্রাফিক বিভাগ। আটকে পড়া গাড়িগুলো সরে যেতে লাগে দীর্ঘ সময়।
স্থানীয়দের ক্যামেরায় ধরা পড়ে ধুলিঝড়ের ভয়াবহতার চিত্র। ঝড়ের পর রাস্তা, বাড়িঘরের ওপর ধূলার পুরু স্তর জমে থাকতে দেখা যায়। মাত্র এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় বারের মতো ধুলিঝড়ের কবলে পড়লো শহরটি। গত সপ্তাহেই ইয়েলো অ্যালার্ট জারি করেছিল স্থানীয় আবহাওয়া বিভাগ।
Leave a reply