প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল গ্র্যান্ডপ্যারেন্টস (দাদা-দাদী,নানা-নানী) ও বৃদ্ধ দিবস পালন করলো রোমান ক্যাথলিকরা। গত জানুয়ারিতে ঘোষণা করা হয়েছিল জুলাইয়ের চতুর্থ রোববার হবে এই দিবস। তারই ধারাবাহিকতায় দ্য ক্যাথলিক চার্চ: বিশপ’স কনফারেন্স অব ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস রোববার (২৫ জুলাই) এই দিবসটি উদযাপন করে।
এই দিবসের ভাষণে বাড়ির বয়োজ্যেষ্ঠদের পাশে দাঁড়াতে তরুণদের প্রতি আহ্বান জানান পোপ ফ্রান্সিস। চলার পথে তরুণ ও বৃদ্ধদের একে অপরকে প্রয়োজন বলে উল্লেখ করেন পোপ।
পোপ ফ্রান্সিস বলেন, ব্যস্ততার এই সময়ে বৃদ্ধদের সাথে তরুণদের সম্পর্ক আরও বেশি জরুরি হয়ে পড়েছে। দাদা-নানাদের সাথে নাতিদের নিয়মিত দেখা-সাক্ষাৎ, আলোচনা দরকার। বয়োজ্যেষ্ঠ্যদের কাছে আছে ইতিহাসের ভাণ্ডার। তাদের অভিজ্ঞতা বর্তমান প্রজন্মের বেড়ে ওঠায় অনন্য শক্তি হয়ে উঠতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
Leave a reply