ভারতের হেস্টিংসে বিজেপির সাংগঠনিক বৈঠকে হাতাহাতি ও বাকবিতণ্ডাকে ঘিরে তৈরি হওয়া উত্তেজনায় অসুস্থ হয়ে হাসপাতালে এক যুবনেতার মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত রাজু সরকার বিজেপি যুব মোর্চার রাজ্য সহসভাপতি ছিলেন। খবর আনন্দবাজার পত্রিকার।
আনন্দবাজারের প্রতিবেদনটিতে বলা হয়, সোমবার (২৬ জুলাই) ওই বৈঠকে বিজেপির দুই গ্রুপের মধ্যে তুমুল তর্কাতর্কি ও হাতাহাতি হয়। দু’পক্ষের মধ্যে চলমান উত্তেজনার সময় ওই যুবনেতা অসুস্থ হয়ে পড়েন। তখন তাকে কলকাতার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। সেখানেই ওই যুবনেতাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
চিকিৎসকেরা জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন রাজু।
উল্লেখ্য, ২০১৭ সালের নভেম্বরে তৃণমূল ছেড়ে মুকুল রায়ের সঙ্গেই তিনি বিজেপিতে যোগদান করেন। তবে চলতি বছরের ১১ জুন মুকুল তার পুরনো দলে ফিরে এলেও বিজেপিতেই থেকে যান রাজু।
Leave a reply