নিজাম হাজারীর সংসদ সদস্য পদ বহাল রাখলেন হাইকোর্ট

|

ফেনী-২ আসনের সরকারদলীয় সংসদ সদস্য নিজাম হাজারীর এমপি পদ বৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত রিট খারিজ করে রুলের নিষ্পত্তি করেছেন আদালত। এদিকে, রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন রিটকারী আইনজীবী।

বৃহস্পতিবার দুপুরে বিচারপতি আবু জাফর সিদ্দিকীর একক হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। এর ফলে নিজাম উদ্দিন হাজারী তার স্বপদে (সংসদ সদস্য) বহাল থাকবেন বলে জানিয়েছেন আইনজীবীরা।

২০০০ সালে অস্ত্র আইনে দায়ের মামলায় ১০ বছরের কারাদণ্ড হয় নিজাম হাজারীর। ২০১৪ সালে ‘সাজা কম খেটেই বেরিয়ে যান সাংসদ’ শিরোনামে গণমাধ্যমে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়, ২০০০ সালের ১৬ আগস্ট অস্ত্র আইনের এক মামলায় নিজাম হাজারীর ১০ বছরের কারাদণ্ড হয়। কিন্তু দুই বছর ১০ মাস কম সাজা খেটে কারাগার থেকে মুক্তি পান তিনি।

সেগুলো যুক্ত করে নিজাম হাজারীর এমপি পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন সাখাওয়াত হোসেন ভূঁইয়া।

২০১৬ সালে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ দ্বিধাবিভক্ত রায় দেন। এরপর আইন অনুসারে রিট আবেদনটি প্রধান বিচারপতির কাছে গেলে তিনি একক বেঞ্চের কাছে পাঠান। পরবর্তীতে কয়েকটি একক বেঞ্চ বিব্রতবোধ করেন। আজ বিচারপতি আবু জাফর সিদ্দিকীর হাইকোর্ট বেঞ্চ রুল নিষ্পত্তি করলেন।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply