করোনা ও উপসর্গে ১১ জেলায় আরও ১৫৫ জনের মৃত্যু

|

২৪ ঘণ্টায় কয়েক জেলায় করোনা ও উপসর্গে ১২০ জনের মৃত্যু।

গত ২৪ ঘণ্টায় দেশের ১১ জেলায় প্রাণঘাতী করোনা এবং উপসর্গ নিয়ে ১৫৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মাঝে শুধু খুলনা বিভাগেই মারা গেছেন ৪৬ জন।

এদিকে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বন্দরনগরী চট্টগ্রামে করোনা ও উপসর্গে একদিনে রেকর্ড ১৮ জন মারা গেছে। সংক্রমণেও হয়েছে রেকর্ড। আর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাণ গেছে ১৬ জনের।

অন্যদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে ২১ জন। মৃত ব্যক্তিদের মধ্যে, রাজশাহী জেলার ৭, পাবনার ৫, নওগাঁর ৪, নাটোরের ৩, চাঁপাইনবাবগঞ্জ ও ঝিনাইদহের ১ জন করে ব্যক্তি রয়েছেন।

সংক্রমণ ও মৃত্যু বেড়েছে আরও কয়েক জেলায়। বগুড়ায় মারা গেছেন ১২ জন। কুমিল্লায় ১০ জনের প্রাণ গেছে। সিলেটে মারা গেছেন ৭ জন। এছাড়া ঠাকুরগাঁও ও নেত্রকোণায় ৩ জন করে মারা গেছেন করোনা আক্রান্ত হয়ে।

/এস এন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply