লিবিয়া উপকূলে নৌকাডুবিতে কমপক্ষে ৫৭ অভিবাসনপ্রার্থীর মৃত্যু

|

লিবিয়া উপকূলে নৌকাডুবিতে কমপক্ষে ৫৭ অভিবাসনপ্রার্থীর মৃত্যু

ছবি: সংগৃহীত

লিবিয়া উপকূলে অভিবাসনপ্রার্থী বোঝাই নৌকাডুবিতে প্রাণ হারালেন কমপক্ষে ৫৭ জন। সোমবার খবরটি নিশ্চিত করে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম (IOM)।

উন্নত জীবনের আশায়, অবৈধ উপায়ে ইউরোপে পাড়ি জমাচ্ছিলেন এসব মানুষ। তারা সবাই নাইজেরিয়া, ঘানা ও গাম্বিয়ার বাসিন্দা। রোববার তাদের বহনকারী নৌকাটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এক পর্যায়ে বৈরি আবহাওয়ার মুখে উল্টে যায় সেটি। যানটিতে অন্তত ৭৫ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন। তাদের মধ্যে ২০ জনই নারী ও শিশু। ঘটনাস্থল থেকে ১৮ জনকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।

গেলো সপ্তাহেও ভূমধ্যসাগরে নৌকাডুবিতে প্রাণ হারান কমপক্ষে ২০ জন।

সংস্থাটি জানায়, চলতি বছর অবৈধভাবে অভিবাসনের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply