ইতালির সারডিনিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ে ছাই বিস্তীর্ণ বনভূমি। লোকালয়ে আগুন ছড়িয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি।
তীব্র তাপদাহে শনিবার থেকে সূত্রপাত হয় আগুনের। পুড়ে গেছে অন্তত ৫০ হাজার একর বনভূমি। ধোঁয়া আর ছাইয়ে আচ্ছন্ন পুরো এলাকা। লোকালয়ে ছড়িয়ে পুড়েছে ঘরবাড়ি, ফসলের জমি, খামার, ব্যবসা প্রতিষ্ঠান। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে ৯’শ বাসিন্দাকে। তবে ঘটেনি কোন হতাহতের ঘটনা। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সাড়ে ৭ হাজার উদ্ধারকর্মী।
হেলিকপ্টার থেকে ছড়ানো হচ্ছে রাসায়নিক। বিমান পাঠিয়ে সহায়তার হাত বাড়িয়েছে ফ্রান্স ও গ্রীস। তবে শুষ্ক আবহাওয়া ও বাতাসে দ্রুত ছড়াচ্ছে আগুন।
ফায়ার সার্ভিস বলছে, রাতভর প্রচেষ্টার পর পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে।
এনএনআর/
Leave a reply