পাকিস্তান উপকূলে আটকে পরা জাহাজ থেকে রাসায়নিক ছড়িয়ে পরিবেশ বিপর্যয়ের শঙ্কা দেখা দিয়েছে। গত সপ্তাহে বৈরী আবহাওয়ার কবলে পরে করাচি উপকূলে আটকে যায় একটি চীনা জাহাজ।
‘এমভি-হেং তং সেভেন্টি সেভেন’ জাহাজটিতে ১১৮ টন জ্বালানী রয়েছে। যানটি ফের পানিতে ভাসাতে চেষ্টা চালাচ্ছে দেশটির নৌবাহিনী ও বন্দর কর্তৃপক্ষ। নোটিশ পাঠিয়েছে মালিকপক্ষকেও। তবে ১৫ আগস্টের আগে উদ্ধার অভিযান চালানো সম্ভব নয় বলে সাফ দাবি তাদের। পরবর্তীতে জ্বালানী সরিয়ে নিতে আবারও নোটিশ দেয় পাকিস্তান।
এদিকে ক্ষতিগ্রস্ত জাহাজের ট্যাংকার থেকে বিপুল এ রাসায়নিক পানিতে ছড়িয়ে পড়ার আশঙ্কা কর্তৃপক্ষের। ঘটতে পারে ব্যাপক পানি দূষণ; ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা সামুদ্রিক জীববৈচিত্র্যের।
এর আগে ২০০৩ সালে করাচি বন্দরে একটি জাহাজ থেকে তেল ছড়িয়ে সামুদ্রিক পরিবেশ ব্যাপকভাবে বিপর্যস্ত হয়। পাকিস্তানের সবচেয়ে বড় পরিবেশ দূষণের ঘটনা ছিল সেটি।
এনএনআর/
Leave a reply