কক্সবাজারে পাহাড় ধসে আরও ৯ জনের মৃত্যু

|

এর আগে ভারি বর্ষণে পাহাড় ধস ও ঢলের পানিতে ডুবে ৬ রোহিঙ্গাসহ ৮ জনের মৃত্যু হয় কক্সবাজারে।

কক্সবাজারে ভারি বর্ষণে পাহাড় ধস ও দেয়াল চাপায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৫ জন একই পরিবারের সদস্য।

টেকনাফের নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী জানান, ভারি বৃষ্টিতে মঙ্গলবার রাত ২ টার দিকে পানখালী ভিলেজপাড়ায় সৈয়দ আলম নামে এক ব্যক্তির বাড়ির ওপর পাহাড়ের একাংশ ধসে পড়ে। মাটিচাপায় ঘটনাস্থলেই মারা যান আলমের ৫ সন্তান- শুক্কুর, জুবাইর, রহিম, কোহিনুর ও জাইনবা। আহত হন আলম ও তার স্ত্রী।

এছাড়া মহেশখালীর হোয়ানক ইউনিয়নে দেয়াল চাপায় প্রাণ গেছে একজনের। এর আগে গতকাল ভারি বর্ষণে পাহাড় ধস ও ঢলের পানিতে ডুবে ৬ রোহিঙ্গাসহ ৮ জনের মৃত্যু হয় কক্সবাজারে।

পাহাড় ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশনা দেয়া হলেও আমলে নিচ্ছে না অনেকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply