দেশে ২৪ ঘণ্টায় রেকর্ড ১৫৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ঢাকাতেই ভর্তি হয়েছে ১৫০ জন রোগী। ঢাকার বাইরের হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা ৩।
বুধবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ৫৬৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছে। যাদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৫৫৭ রোগী।
বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ২ হাজার ৯৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে ঘরে রাত-দিন মশারি ব্যবহারের পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
Leave a reply