করোনাভাইরাস: প্রায় দু’মাস পর একদিনে ১০ হাজারের বেশি মৃত্যু দেখলো বিশ্ব

|

ছবি: সংগৃহীত

প্রায় দু’মাস পর দিনে আবারও করোনাভাইরাসে ১০ হাজারের বেশি মৃত্যু দেখলো গোটা বিশ্ব। সংক্রমণ শনাক্তও হয় সাড়ে ৬ লাখের ওপর।

দৈনিক মৃত্যুর হিসাবে এখনো শীর্ষে ইন্দোনেশিয়া। বুধবারও ১৮শ’র বেশি মৃত্যু লিপিবদ্ধ করে দেশটি। পরের অবস্থানেই রয়েছে ব্রাজিল। লাতিন দেশটিতে এদিন ১৪শ’র কাছাকাছি মৃত্যু হয়েছে করোনায়।

তবে মহামারির নতুন ঢেউয়ের মুখোমুখি যুক্তরাষ্ট্র। ২৪ ঘণ্টায় মার্কিন মূলুকে সাড়ে ৮৪ হাজার মানুষের দেহে মিললো ভাইরাসটির উপস্থিতি। প্রাণ হারিয়েছেন ৪৮৩ জন। এদিন রাশিয়ায় ৭৯৮, ভারতে ৬৪১, দক্ষিণ আফ্রিকায় ৫২০ এবং মেক্সিকো-আর্জেন্টিনায় সাড়ে ৪শ’র বেশি মানুষের মৃত্যু রেকর্ড করা হয়।

প্রত্যেকটি দেশেই বেড়েছেন করোনার বিস্তার। বিশ্বজুড়ে মোট শনাক্ত ১৯ কোটি ৬৬ লাখের ওপর।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply