অলিম্পিকে পদক তালিকার শীর্ষস্থান নিয়ে জাপান, চীন আর যুক্তরাষ্ট্রের লড়াই

|

ছবি: সংগৃহীত

টোকিও অলিম্পিকে ৭ম দিনে পদক তালিকার শীর্ষস্থান নিয়ে লড়াই চলছে স্বাগতিক জাপান, চীন আর যুক্তরাষ্ট্রের মাঝে। ৭ম দিনের শুরুতে চীনকে পেছনে ফেলে আবারো শীর্ষে উঠে এলো স্বাগতিক জাপান।

এখন পর্যন্ত ১৩টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ৫টি ব্রোঞ্জসহ মোট ২২টি পদক জিতেছে স্বাগতিক জাপান। ১২টি স্বর্ণ, ৬টি রৌপ্য ও ৯টি ব্রোঞ্জসহ মোট ২৭টি পদক নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে চীন। আর ১১টি স্বর্ণ, ১১টি রৌপ্য ও ৯টি ব্রোঞ্জ জিতে তিন নম্বরে আছে যুক্তরাষ্ট্র।

এছাড়া, ৭টি স্বর্ণ নিয়ে চার নম্বরে অবস্থান করছে রাশিয়ার অ্যাথলেটরা। ৬টি স্বর্ণসহ ১৬টি পদক জিতে তালিকার পাঁচ নম্বরে অস্ট্রেলিয়া। ৫টি স্বর্ণ জয়ী গ্রেট ব্রিটেন আছে ছয় নম্বরে। ৩ স্বর্ণ জেতা দক্ষিণ কোরিয়া উঠে এসেছে টেবিলের সাতে। সমান ৩টি স্বর্ণ জিতে এরপরই আছে ফ্রান্স। আর ২টি করে স্বর্ণ আছে কানাডা, জার্মানি, হাঙ্গেরি ও কসোভোর।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply