চীনের নানজিং শহরে নতুনভাবে ছড়াচ্ছে করোনাভাইরাস; বহাল লকডাউন

|

চীনের নানজিং শহরে নতুনভাবে ছড়াচ্ছে করোনাভাইরাস; বহাল লকডাউন

ছবি: সংগৃহীত

চীনের পূর্বাঞ্চলীয় শহর নানজিংয়ে নতুনভাবে ছড়াচ্ছে করোনাভাইরাস। লকডাউনের মধ্যেই গণ নমুনাপরীক্ষা শুরু করেছে প্রশাসন।

জিয়াংসু প্রদেশের রাজধানীতে কমপক্ষে ৯৩ লাখের মতো মানুষের বসবাস। গেলো সপ্তাহে, বিমানবন্দরের কয়েকজন কর্মকর্তার নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ হওয়ার পরই নতুনভাবে ছড়াতে থাকে ভাইরাসটি।

এরইমাঝে দেড় শতাধিক মানুষের শরীরে মিলেছে ডেল্টা ভ্যারিয়েন্ট। যা সাধারণ করোনার তুলনায় ৭০ গুণ বেশি প্রভাবশালী। সংক্রমণ ঠেকাতে বন্ধ রয়েছে বিমানবন্দর, হাইওয়ে, বাস টার্মিনাল এবং খাবার সরবরাহ ও বিনোদন সংশ্লিষ্ট জায়গাগুলো। প্রয়োজন ছাড়া, বাসিন্দাদের ঘরের বাইরে না যাওয়ার তাগিদ দিয়েছে প্রশাসন। এছাড়া কঠোরভাবে শিষ্টাচার মানার আহ্বান জানিয়েছে প্রশাসন।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply