জ্বর হলেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪২টি কেন্দ্রে গিয়ে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করাতে পারবে নগরবাসী। উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে জনসচেতনতামূলক কার্যক্রম পরিদর্শনে এসে এ তথ্য জানান।
ডিএনসিসি’র ওয়েবসাইট থেকে বিস্তারিত তথ্য জানতে পারবে নগরবাসী। ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিস্তার রোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অব্যাহত রেখেছে ডিএনসিসি। এর অংশ হিসেবে মগবাজার চৌরাস্তা থেকে আজ সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালিত হয়।
ক্যাম্পেইনে যোগ দিয়ে মেয়র আতিক বলেন, নগরবাসীর স্বাস্থ্য নিরাপত্তায় সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীকেও এগিয়ে আসতে হবে। প্রতি শনিবার নিয়ম করে ১০ মিনিটের জন্য হলেও নিজ নিজ বাসার আশেপাশে জমে থাকা পানি ও এডিস মশা প্রজননের উৎস সমূহ ধ্বংসের আহবান জানান তিনি। জনপ্রতিনিধিদের জোড়ালোভাবে মশক নিধন কার্যক্রম চালিয়ে যাবার নির্দেশনা দেন মেয়র।
Leave a reply