শিল্প-কারখানা লকডাউনের আওতামুক্ত রাখার দাবি

|

ইতোমধ্যে গত কয়েকদিনে ৩০ হাজার গার্মেন্টস শ্রমিককে টিকা দেয়া হয়েছে বলেও জানান বিজিএমইএ সভাপতি।

পোশাকসহ সকল শিল্প কলকারখানা লকডাউনের আওতামুক্ত রাখার দাবি করেছেন ব্যবসায়ী নেতারা। সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের সাথে এক বৈঠকে তারা এই দাবি জানান।

বৈঠক শেষে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই) সভাপতি জসীম উদ্দিন বলেন, জীবন জীবিকার সমন্বয় সঠিকভাবে করতে না পারলে ক্ষতিগ্রস্ত হবে অর্থনীতি। আর বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) সভাপতি জানান, অধিকাংশ কারখানার শ্রমিকই ঢাকায় অবস্থান করছেন। তাই স্বাস্থ্যবিধি মেনে শিল্প প্রতিষ্ঠান খুলে দেয়ার অনুরোধ করেন তারা। বলেন, কারখানা খুলে দিলে তাদের দ্রুত টিকার আওয়তায় আনা সম্ভব।

ইতোমধ্যে গত কয়েকদিনে ৩০ হাজার গার্মেন্টস শ্রমিককে টিকা দেয়া হয়েছে বলেও জানান বিজিএমইএ সভাপতি। শিল্পকারখানা খোলার বিষয়ে ব্যবসায়ী নেতারা প্রধানমন্ত্রীর সাথে কথা বলার আশ্বাস পেয়েছেন মন্ত্রিপরিষদ সচিবের কাছ থেকে।

এফবিসিসিআই ও বিজিএমইএ ছাড়াও বিকেএমইএ, বিটিএমএ, ঢাকা চেম্বার, মেট্রোপলিটন চেম্বারসহ বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতারা অংশ নেন বৈঠকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply